Posts

পোগো

পোগোর মনে খুব ইচ্ছে হয়েছে ও কথা বলতে শিখবে | ওদের সামনের বাড়ির ছোট বাচ্ছাটাও তো কথা বলতে শিখে গেলো | এই তো কিছুদিন আগে হাঁটতেও পারতো না | ও যদি পারে তবে পোগো কেন পারবে না? আর এমনিতেও সেদিন দিদি যখন ক্যালকুলাস করতে বসে কুঁড়েমি করে বলছিলো যে খুব নাকি শক্ত অনেক ও একদমই নাকি পারবে না তখন তো পোগো ওই খানেই বসে ছিল | ও শুনেছে বাবা দিদিকে বলছিলো,"চেষ্টা করলেই পারবে | আর চেষ্টা না করলে কোনোদিনই পারবে না | সে কাজ সোজা হোক আর কঠিন হোক |" তাই পোগো ঠিক করেছে আজ থেকে ও কথা বলা প্র্যাক্টিসে মন দেবে| হুম, কিন্তু শুরু কি ভাবে করবে সেটাই পোগো বুঝতে পারছে না | মা সেদিন বলছিলো যে ইউটুবে নাকি সব ভিডিও দেখে ভাষা, গান, নাচ সবই শেখ যায় | দুপুর বেলা সময় পেলে মা আজকাল ইউটুবে ফ্রেঞ শেখে | এটা অবশ্য মা আর পোগো ছাড়া কেউ জেনে না | দুপুরে খাবার পর মা আর পোগো বারান্দায় এসে বসে | দিদি তখন স্কুলেই থাকে আর বাবা থাকে অফিসে | মা পোগোর লোমে হাত বুলিয়ে দিতে দিতে ভিডিও দেখে আর মাঝে মাঝে কি সব বলে ওঠে | পোগো সেসবের মানে বোঝে না কিন্তু খারাপ লাগে না শুনতে | মা বলে যে ফরাসি ভাষা নাকি পৃথিবীর সব থেকে